ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

প্রথম প্লে-ব্যাকে উচ্ছ্বসিত টুসি

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৪

প্রথম প্লে-ব্যাকে উচ্ছ্বসিত টুসি

.

চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩ প্রতিযোগী সাবরিনা নওশীন টুসি। প্রথমবার টুসি প্লে-ব্যাকে কণ্ঠ দিলেন। সুমন পারভেজ প্রযোজিত মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালিতময়নার চরসিনেমায় প্রথমবার প্লে-ব্যাক করলেন টুসি। গানের প্রথম দুইটি লাইন হচ্ছেতোর নামে দলিল দিলাম মনের ময়নার চর, সুখ স্বপনে বাঁধব ভালোবাসার ঘর গানটি লিখেছেন সুর সংগীত করেছেন শাহাবুদ্দিন মজুমদার। গানে টুসির সহশিল্পী অয়ন চাকলাদার।

জীবনে প্রথম প্লে-ব্যাক করে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত টুসি। টুসি বলেন, মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে আমার অনেকদিনের স্বপ্ন  অবশেষে পূরণ হলো। আমার এখনো সেই দিনটার কথা মনে করি যেদিন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সামনে তারই গাওয়া বন্ধুরে গানটি গেয়েছিলাম। তখন গান শুনে তিনি আমাকে বলেছিলেন, টুসি তুমি আমাকে করলে খুশি। তোমার ভয়েস কোয়ালিটি এত সুন্দর যে ঠিকমতো চর্চা করলে তুমি ফিল্মে চান্স পাবে। রুনা ম্যাডামের এমন কথার পর আরও আশাবাদী ছিলেন আলমগীর স্যার, বন্যা ম্যাডাম সামিনা ম্যাডাম। আমাকে ঘিরে তাদের সেই প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি-এটাই যেন আমার অনেক আনন্দের, ভালো লাগার।

কৃতজ্ঞতা জানাই চ্যানেল আই সেরাকণ্ঠ প্লাটফরমকে। ধন্যবাদ জানাই শাহাবুদ্দিন আঙ্কেলকে আমাকে সিনেমায় গাইবার সুযোগ করে দেবার জন্য। সংগীত জীবনের চলার পথে নতুন প্রাপ্তি যোগ হলো। গানে টুসির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তিনি রুমা রানী ধরের কাছে তালিম নেবার পর এখন এস এম সেলিম শেখ জসীমের কাছে তালিম নিচ্ছেন।সেরাকণ্ঠ ২০২৩’-এর গ্র্যান্ড ফিনালের একজন প্রতিযোগী তিনি। এখনো গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়নি।

×