ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রেকর্ড গড়লেন জসিম উদ্দিন আকাশ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৪

রেকর্ড গড়লেন জসিম উদ্দিন আকাশ

জসিম উদ্দিন আকাশ

এ সময়ের ব্যস্ত গীতিকার জসিম উদ্দিন আকাশ। ‘আপন মানুষ চেনা বড়ই দায়’খ্যাত গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখা এ পর্যন্ত ৬৫ জন জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে দেড়শ’ গান প্রকাশিত হয়েছে। তার লেখা প্রকাশের অপেক্ষায় আছে আরও একগুচ্ছ নতুন গান। জসিমের লেখা প্রকাশিত গানগুলোর বর্তমান ইউটিউব ভিউ প্রায় ১২ কোটি। ৫ লাখ সাবস্ক্রাইবের বিডি২৯ মাল্টিমিডিয়ায় গানগুলোর ক্রমেই ভিউ বাড়ছে।

এ প্রসঙ্গে জসিম উদ্দিন আকাশ বলেন, রেমিটেন্স যোদ্ধা-কাতার প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের দেশের প্রবাসীর মধ্যে এমন রেকর্ড কেউ করতে পারেনি। খুব অল্প সময়ে দেশী-বিদেশী ৬৫ জনের মতো শিল্পী আমার গান গেয়েছেন। কাতারে প্রায় ৪ লাখের বেশি বাংলাদেশী প্রবাসী বসবাস করে। সবার দোয়া ও ভালোবাসা চাই। সবার ভালোবাসায় এগিয়ে যেতে চাই আরও বহু দূর।

×