ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

রাজনীতিকের চরিত্রে পাওলির ঝলক

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪

রাজনীতিকের চরিত্রে পাওলির ঝলক

অভিনেত্রী পাওলি দাম।

অভিনেত্রী পাওলি দাম আগেই জানিয়েছিলেন ওয়েব সিরিজে এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন। ‘জুলি’ নামের এই সিরিজের শুটিং শেষ হয়েছে ইতোমোধ্যেই। এবার প্রকাশ্যে এলো সিরিজে চরিত্রদের ফার্স্ট লুক।

অরিত্র সেন পরিচালিত এই সিরিজে কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে একজন নারীর প্রতিকূলতা জয়ের আখ্যানকে তুলে ধরা হয়েছে। নামভূমিকায় অভিনয় করেছেন পাওলি। অভিনেত্রীর দু’টি লুক প্রকাশ্যে এসেছে। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থত্যাগ করতে হবে? না কি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল হবে জুলি? এ রকমই কিছু প্রশ্নকে সামনে রেখে সিরিজ়ের গল্প এগোবে।

সিরিজে রয়েছেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। অন্যদিকে সিবিআই আধিকারিকের চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রুতি দাস।

এর আগে, অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। এই সিরিজে প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটি ভাবার পর প্রথমেই আমার পাওলির কথা মনে পড়ে। চরিত্রটার একটা অতীত রয়েছ, রাজনীতির ময়দানে পা রাখার পর যা তার জীবনে আরও প্রতিবন্ধকতা নিয়ে আসে।’

বর্তমানে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে সিরিজটি আড্ডাটাইমস্‌-এ মুক্তি পাবে।

 

এম হাসান

×