ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মৌমিতার কণ্ঠে ‘বাংলা মায়ের ডাক’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

মৌমিতার কণ্ঠে ‘বাংলা মায়ের ডাক’

.

দুই বছর পর নতুন একটি দেশের গানে কণ্ঠ দিলেন সেরা কণ্ঠখ্যাত সংগীত শিল্পী চট্টগ্রামের মেয়ে মৌমিতা বড়ুয়া। গানের শিরোনামবাংলা মায়ের ডাক গানটি লিখেছেন শাহনাজ কাজী এবং সুর করেছেন মেজবা বাপ্পী। গানটির সংগীতায়োজন করেছেন পলাশ ফারুকী। গানটিতে মৌমিতার সহশিল্পী মেজবা বাপ্পী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পলাশ ফারুকী।

মৌমিতা বড়ুয়া বলেনদেশের গান যতবার গাইতে গিয়েছি বুকে  তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আধুনিক গানে  প্রেম-বিষাদের আবেশ থাকলেও  দেশের গানে কী আছে তা বর্ণনা করে  শেষ করা যাবে কিনা সন্দেহ। দেশদেশের মানুষ শঙ্কায় পড়লে আমার রাতে ঘুম আসে না। দেশকে এত ভালোবাসি তা মুখে প্রকাশ যতটুকু না করতে পারি তার  চেয়ে খানিকটা হলেও  বেশি হয়তো গান  গেয়ে প্রকাশ করতে পারি। আমি দেশ জাতির প্রতি ভালোবাসা যেন জীবনের  শেষদিন পর্যন্ত  দেখিয়ে  যেতে পারি, এই প্রার্থনা আমার। পলাশ ফারুকী বলেন, মৌমিতা খুব ভালো একজন শিল্পী। চমৎকার গায়। যথারীতি দেশের এই গানটিও খুব ভালো গেয়েছে। সঙ্গে  মেজবাও ভালো গেয়েছে। পলাশ ফারুকী জানান, ‘বাংলা মায়ের ডাকগানটি প্রকাশ পাবে।

২০২২ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম দেশাত্মবোধক গান প্রকাশিত হয় একটি ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম ছিলআমি একুশ গানটি লিখেছিলেন এস আনিস আহমেদ বাচ্চু, সুর করেছিলেন রিটন কুমার ধর, মিউজিক করেছিলেন জিএম জন।

 মৌমিতার কণ্টে প্রকাশিত মৌলিক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লুৎফর হাসানের সঙ্গে দ্বৈত গানতোমায় দেখবো বলে’, গামছা পলাশের সঙ্গেতোমার ঠোঁটে গোলাপ ফোটে’,  শোভন রায়ের সঙ্গেচোখ পলকে’, একক গানভালোবাসি আমিসহ  বেশ কয়েকটি গান। ২০১৭ সালে চ্যানেল আই আয়োজিতচ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার ফাইনালিস্টদের একজন মৌমিতা।

 

 

×