ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

তিতলীরূপে আসছেন মাহা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

তিতলীরূপে আসছেন মাহা

.

নাটকের নামঅদ্ভুত পরিবার ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় প্রচার শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এর গল্প, চিত্রনাট্য পরিচালনা ইমরাউল রাফাত। এই নাটকের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন মাহা। তার চরিত্রের নাম তিতলী। নাটকের সংলাপ লিখেছেন সজীব খান। এরই মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত এই ধারাবাহিকের প্রথম লটের শূটিংয়ে অংশ নিয়েছেন মাহা। এরই মধ্যে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটককমন প্রবলেম এটি পরিচালনা করছেন তপু খান।

মাহা বলেন, ‘কমন প্রবলেমনাটকটি এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। তবে আমি আরও বেশি আশাবাদীঅদ্ভুত পরিবারধারাবাহিকটি নিয়ে। এতে আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন শখ আপু। তিনি গোপনে কাউকে না জানিয়ে বিয়ে করেন পাভেল ভাইকে। এভাবেই শুরু হয় নাটকের গল্প। তিতলী চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কাজটি আমি মন দিয়ে করার চেষ্টা করেছি। এরই মধ্যে ১৪ পর্বের শূটিং সম্পন্ন হয়েছে। আশা করছি প্রচারে এলে আমার অভিনীত তিতলী চরিত্রটিও দর্শকের মধ্যে সাড়া ফেলবে। আমি কৃতজ্ঞ ইমরাউল রাফাত ভাইয়ের কাছে আমাকে চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আমার সকল সহশিল্পীদের প্রতিও।

মাহা অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাসানের বিপরীতেবিয়ে একটা সাংঘাতিক ব্যাপার’, ইরফান সাজ্জাদের বিপরীতেপ্রেমিকাক্ষত’, জামিলের বিপরীতেকিশোরগঞ্জের জামাই’, রওনক হাসানের বিপরীতেবিষাক্ত ছোবলজাহিদ হাসানের বিপরীতেমানবিক বিয়ে’, চঞ্চল চৌধুরীর বিপরীতে পাখি তোর যন্ত্রণা’, সজলের বিপরীতেবেলা অবেলা’, সাব্বির আহমেদের বিপরীতেমিষ্টি ভালোবাসা’, নিলয় আলমগীরের বিপরীতেমিশন ব্ল্যাক মেইল’, ইমনের বিপরীতেকে আমারইত্যাদি।

 

×