.
গেল কয়েকদিন ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তি নিয়ে যে ধকল পোহাতে হলো বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে, সেটা তিনি কল্পনাও করেননি। যিনি বরাবরই উচিত কথার জোরে দমিয়ে রাখতেন পুরো ইন্ডাস্ট্রিকে। সেই কঙ্গনাই কি না রীতিমতো নাজেহাল হলেন পদে পদে। ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত করে প্রচারে নেমেও ছাড়পত্রের অভাবে সব ভেস্তে গেল। দৌড়ালেন উচ্চ আদালত পর্যন্ত।
তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে এবার সেই ছবিটি মুক্তির সবুজ সংকেত পেল। যেন ঘাম দিয়ে কঙ্গনার শরীর থেকে জ্বরটা নামল এবার! সিবিএফসি রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নির্মাতাদের কিছু দৃশ্য সম্পাদনা করতে এবং কয়েকটি সিকোয়েন্সের জন্য ডিসক্লেইমার দিতে বলা হয়েছে।
একটি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএফসি চলচ্চিত্র নির্মাতাদের ছবিতে দেখানো ঐতিহাসিক ঘটনাগুলোর সময় ডিসক্লেইমার দিতে বলেছে। তবে ছবির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা ছিল। বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, ‘ইমার্জেন্সি’ সিনেমাটিকে ৮ জুলাই বোর্ডের কাছে পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়। তবে ছবির ছাড়পত্র পেতে দেরি হওয়ায় এটি নির্ধারিত দিন ৬ সেপ্টেম্বর মুক্তি থেকে পিছিয়ে যায়।