ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

শহীদের স্মরণে কৃষ্ণকলির ‘ভালোবাসি ভালোবাসি বলে’

প্রকাশিত: ১৭:০৪, ৪ সেপ্টেম্বর ২০২৪

শহীদের স্মরণে কৃষ্ণকলির ‘ভালোবাসি ভালোবাসি বলে’

সংগীতশিল্পী কৃষ্ণকলি

সকল কালের স্বপ্নদর্শী সকল শহীদের স্মরণ করে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও তার দল। শ্রেণী লিঙ্গ জাতি-বর্ণ-ধর্ম বৈষম্যের অবসানের মধ্যদিয়ে ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে গানটিতে।

`ভালোবাসি ভালোবাসি বলে’শিরোনামের গানটি সোমবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয় এই গানের কথা লেখা ও সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন কৃষ্ণকলি। 

ইউটিউবে গানটি প্রকাশের ট্যাগলাইনে লেখা আছে- ২০২৪ এর এই অভ্যুত্থান, ছাত্র জনতার অনেক রক্তের বিনিময়ে পাওয়া। অনেক বছরের দমবন্ধ ঘুমোট হাওয়া বদলের আশায় এত প্রাণ বিসর্জন। সম্মানের, ভালোবাসাময় এক দেশ, এক পৃথিবী দেখার আশা আমাদের সাধারণ জনমনে। এই গান সেই স্বপ্ন ধারন করেন যাঁরা তাঁদের প্রতি, সকল কালের স্বপ্নদর্শী সকল শহীদের প্রতি।

 

শহিদ

×