ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

মেহজাবীনের ‘ফরগেট মি নট’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ৩০ আগস্ট ২০২৪

মেহজাবীনের ‘ফরগেট মি নট’

.

দেশে চলমান পরিস্থিতিতে স্থবির সাংস্কৃতিক অঙ্গন, পাশাপাশি বিনোদন জগৎও মুখ থুবড়ে পড়েছে। মঞ্চে দু’-একটি নাটক পরিবেশনা হলেও হলে নেই নতুন কোনো সিনেমা। রাজনীতির পালা বদল আর প্রাকৃতিক দুর্যোগের পর বিনোদন জগতের গতি ফেরাতেই কনটেন্ট মুক্তির সাহস দেখাল চরকি। প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্মফরগেট মি নট ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী। এবার বেশ দীর্ঘ বিরতির পর নতুন ছবিফরগেট মি নটদিয়ে পর্দায় আসছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চরকির অফিসিয়াল পেজে বলা হয়েছে, খুব শীঘ্রই আসছে মিনিস্ট্রি অব লাভের চতুর্থ ফিল্মফরগেট মি নট অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ইরফান সাজ্জাদ। পরিচালনায় রবিউল আলম রবি। যদিও ছবিটির গল্প নিয়ে এখনই কিছু জানা যায়নি। এর আগে চরকিতে রবিউল আলম রবির নির্মিতঊনলৌকিকক্যাফে ডিজায়ারমুক্তি পেয়েছে। দুটি কনটেন্টেই প্রশংসা পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন তিনি। সিনেমাটি মুক্তি পাচ্ছে সেপ্টেম্বর।

বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এতে। এর আগে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলো হলোসামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামীকাছের মানুষ দূরে থুইয়া এগুলো যেমন দর্শক পছন্দ করেছে, ‘ফরগেট মি নট দর্শকদের চাহিদা মেটাবে বলে আশা চরকি কর্তৃপক্ষের। এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রসাবা মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শোবিজে আসেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটকতুমি থাকো সিন্ধু পাড়ে মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

×