ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

শব্দসৈনিক মিহির লালা আর নেই

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯, ১৭ আগস্ট ২০২৪

শব্দসৈনিক মিহির লালা আর নেই

মিহির লালা সাহা

স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক মিহির লালা সাহা আর নেই। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মিহির লালার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই শিষ্য তরুণ সংগীতশিল্পী কিশোর দাস। মিহির লালা দুই বাংলার অন্যতম শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং অনেক বিখ্যাত শিল্পীর গুরু। সংগীত সাধনায় পার করেছেন অর্ধশত বছরের বেশি সময়। 

১৯৪১ সালে মিহির লালার জন্ম কক্সবাজারে। তবে বেড়ে উঠেছেন চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ার পোপাদিয়া গ্রামে। আইনজীবী চন্দ্র বিনোদ লালা ও কুলদাবালা লালার আট সন্তানের মধ্যে মিহির লালা তৃতীয়। সংগীতে হাতেখড়ি ওস্তাদ আবু বক্কর সিদ্দিকীর কাছে। এরপর তালিম নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত গুরুদের কাছে। সবশেষে পণ্ডিত বারীন মজুমদারের সান্নিধ্যে এসে হয়ে ওঠেন শাস্ত্রীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র।

×