ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সাহসী মম

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ০০:৫৮, ১৫ আগস্ট ২০২৪

সাহসী মম

জাকিয়া বারী মম

অভিনেত্রী লাক্স তারকা জাকিয়া বারী মম। বর্তমানে আগের চেয়ে অনেক বেশি কম কাজ করেন তিনি। যে কাজগুলো দর্শকের মনে দাগ কাটবে বলে মনে করেন তিনি সেগুলোই করছেন। এরইমধ্যে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। একটি স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্রেও দেখা যাবে তাকে। এছড়া মোস্তফা সরয়ার ফারুকীর একটি ওয়েব সিরিজেরও কাজ শেষ করেছেন এ গ্ল্যামারকন্যা।

পর্যায়ক্রমে অভিনেত্রীর কাজগুলো মুক্তি পাবে। এদিকে নতুন কাজেও ফেরার প্রস্তুতি নিচ্ছের বলে জানান তিনি। মম বলেন, ‘আমি কাজে ফিরতে চাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক। দেশ সুস্থ হোক। কাজের পরিবেশ ফিরে আসুক, এ প্রত্যাশা করছি। এরমধ্যে কিছু স্ক্রিপ্ট পেয়েছি। এখন সেগুলো পড়ছি।’ অভিনয় ব্যস্ততার বাইরে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সশরীরে উপস্থিত ছিলেন রাজপথে দুই পর্দার এ নায়িকা।

ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন অভিনেত্রী। তিনি রাজপথ ও সোশ্যাল মিডিয়া সরব ছিলেন উভয় জায়গায়। সেটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শুরুতে জানতাম না এ আন্দোলন কেমন হতে যাচ্ছে। ছাত্রদের সাহস আমাকে সাহসী করেছে। দেশের মানুষের সঙ্গে থাকতে পারার সাহস পেয়েছি। নিজের মতো করে কথা বলার সাহস হয়েছে। বেঁচে থাকার সাহসও জুগিয়েছে এ আন্দোলন।’

এ আন্দোলনকে কীভাবে মূল্যায়ন করবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার আদর্শের কাছে এ আন্দোলন সঠিক বলে মনে হয়েছে। তাই যোগ দিয়েছি। সত্যি বলতে, এ পরিবর্তন হবারই ছিল। দুর্নীতি প্রতিটি সেক্টরে হয়েছে। দেশের মানুষের টাকা বিদেশে চলে গেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। দেশের গ্যাস বাইরে চলে গেছে। মানুষ নিষ্পেষিত হয়েছে। কথা বলার স্বাধীনতা হারিয়েছে।

মানুষ পরিবর্তন- সংস্কার চেয়েছে বলে এ অভ্যুত্থান সফল হয়েছে।’ নতুন সরকারের কাছে অভিনেত্রীর প্রত্যাশা কেমন সেটি নিয়েও তিনি কথা বলেন। তার ভাষ্য, ‘আমি প্রত্যাশা করি বিটিভি, বিএফডিসির মতো প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন দলীয়করণে ভুগবে না। তারা সঠিক কাজ করতে পারবে। তাদের ভেতরের দুর্নীতি বন্ধ হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য পুরস্কার প্রদানে স্বচ্ছতা থাকবে। নির্মাতারা তার গল্প বলার স্বাধীনভাবে পাবে।

আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। সঠিক মানুষকে তুলে ধরতে হবে। দেশের স্বার্থ বাদে ব্যক্তিস্বার্থ কখনোই বড় হতে পারে না।’ ছাত্র-জনতার আন্দোলন সময়ে মম অভিনয় শিল্পী সংঘ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু কেন? তিনি বলেন, গত ১৫ জুলাই অভিনয় শিল্পী সংঘ একটি বিবৃতি দেয়। তারা কয়েকজন মিলে বিবৃতি দিতে পারেন কিনা আমার সন্দেহ আছে। কিছু মানুষের ইচ্ছায় সংগঠন চলতে পারে না।

দেশের প্রশাসন ছাত্রদের গুলি করছে। সে জায়গায় তাদের অবস্থান দেখে মনে হয়েছে তারা রাজনৈতিক সংগঠন। আমি তো এখানে রাজনীতি করতে আসিনি। তাই শিল্পী সংঘ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।

×