ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সুন্দরবনে ছেলের জন্মদিন পালন করলেন পরীমণি

প্রকাশিত: ২১:১৪, ১৪ আগস্ট ২০২৪

সুন্দরবনে ছেলের জন্মদিন পালন করলেন পরীমণি

অভিনেত্রী পরীমণি এবং তার ছেলে। 

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি এবার সুন্দরবনে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য’র জন্মদিন পালন করেছেন। দেখতে দেখতে দুই বছর অতিক্রম করে তিন বছরে পা দিয়েছে পরীর ছেলে। 

গত ১০ আগস্ট ছিল পূণ্যের জন্মদিন। তাই তো ছেলের জন্মদিনের আয়োজনে যেন কোনো কমতিই রাখেননি মা পরী। বেশ কিছু ঘরোয়া আয়োজনের পর এবার ছেলেকে নিয়ে সুন্দরবন বেড়ালেন এই নায়িকা।নায়িকা পরীমণি ছেলের জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক পোস্টে পরী লেখেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেলো। কতো কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে… কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাই কে মিস করছি ভিষন। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।’সামাজিক মাধ্যমে কিছু ভিডিও শেয়ার করেন পরী। যাতে দেখা যায়, সুন্দরবনের মাঝ দিয়ে ছেলে পূণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরী। এ সময় পূণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পরতে যাচ্ছিল। পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিকমত পরিয়ে দেন। এক পর্যায়ে সেটি পুণ্য খুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে যায়। পরে সঙ্গে থাকা একজন পরীর মাথায় ব্যান্ডটি ঠিকমত লাগিয়ে দিলে আধো ভাষায় পুণ্য বলে ওঠে 'ওয়াও'! এতে সঙ্গে থাকা পরীর ঘনিষ্ঠরা ছোট্ট পূণ্যের বিচক্ষণতায় চমকে যান। পুণ্যের সাথে তারাও বলে ওঠে 'ওয়াও'! 

এম হাসান

×