ইদ্রিস-ইশার
সিনেমার নাম ‘দিওয়ানা’। ভালোবাসার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন কে এ নিলয়। এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ই এম ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন নবাগত ইদ্রিস ও ইশা খান। চলতি মাসের শেষেরদিকে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক নিলয়। তিনি বলেন, প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হবে।
এই সিনেমার মাধ্যমে একজোড়া নতুন মুখ উপহার দিতে চাই। আমাদের ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকার সংকট রয়েছে। সেই জায়গা থেকে নতুন মুখ বেছে নেওয়া। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করছি, ভালো একটা কিছু হবে।