লিয়াকত আলী লাকী। ফাইল ফটো
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) এ তথ্য জানা গেছে।
লিয়াকত আলী লাকী একজন বাংলাদেশি অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। তিনি টানা তিন মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
এসআর