.
এই বছরের শেষ দিকে টেলিভিশনে হিন্দি বিগবসের নতুন সিজন শুরু হচ্ছে। এই সিজনে সঞ্চালক হিসেবে অনীল কাপুর নন, দেখা মিলবে সালমান খানেরই। নতুন এই সিজনে কি প্রতিযোগী হিসেবে দেখা মিলবে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের? অবশেষে এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লেখেন, সবাইকে জানাতে চাই আমি বিগবস ১৮-তে যাচ্ছি না। মিথ্যা রটেছে। আমাকে ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। গত বছর বিগবসে যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন নুসরাত। প্রস্তাব গিয়েছিল যশ দাশগুপ্তের কাছেও। যদিও কেউই সেই অফার নেননি।
এবার নুসরাত না গেলেও এবারে বিগবসে থাকতে পারেন বেশ কিছু পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন, অর্জুন বিজলানি, মিস্টার ফাইজু, অভিষেক মালহান, শোয়েব ইব্রাহিম, কাশিস কাপুরসহ চেনা মুখ। কিছু দিন আগেই শেষ হয়েছে ওটিটি বিগবসে তৃতীয় সিজন। ওই সিজনে অবশ্য সঞ্চালক হিসেবে দেখা যায়নি সালমান খানকে। তার জায়গায় দেখা গিয়েছিল অনীল কাপুরকে। তবে টেলিভিশন বিগবসে থাকছেন সালমান খান।