ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পালিয়ে বাড়িতে ঢুকলেন কাজল

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ৬ আগস্ট ২০২৪

পালিয়ে বাড়িতে ঢুকলেন কাজল

কাজল

জন্মদিনে পালিয়ে বাড়িতে ঢুকলেন বলিউড অভিনেত্রী কাজল। সোমবার ৫০ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী। ৫ অগস্ট কাজলের বাড়ির বাইরে এসেছিলেন তার অনুরাগীরা। কেক নিয়ে পছন্দের নায়িকাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সকলে। তবে এখানেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রীর বাড়ির বাইরে উপস্থিত জনতার কেউ এসেছিলেন কেক নিয়ে, তো কেউ উপহার নিয়ে, তো কারও চাহিদা ছিল অটোগ্রাফ বা সেলফি।

আর সকলে মিলে এমনভাবে ঘিরে ধরেন কাজলকে, যে কিছুক্ষণ পরেই ঢুকে যেতে বাধ্য হন তিনি বাড়িতে। এক নেটিজেন এই ভিডিওতে প্রতিক্রিয়া জানান, ‘সবসময় বিরক্ত। কেন যায় লোকে এর বাড়িতে’। দ্বিতীয়জন লেখেন, ‘বাজে মহিলা। কেকটা মুখেও তুলল না’। তৃতীয়জন লেখেন, ‘অহংকারী’। অজয় দেবগন তার স্ত্রী কাজলের ৫০তম জন্মদিনের সবচেয়ে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছিলেন।

তার হাসিকে ‘সংক্রামক’ বলে অভিহিত করে অজয় জানান যে, তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। কাজলকে পেছন থেকে ধরে, তার দিকে তাকিয়ে থাকার একটি মিষ্টি ছবি শেয়ার করে অজয় লিখেছেন, ‘তোমার হাসি সংক্রামক, তোমার ভালোবাসা অসীম এবং তোমার শক্তি... আচ্ছা, আমি এখনো ধরছি! আমি যতই ঠাট্টা করি না কেন, তুমিই একমাত্র যে আমাদের জীবনে আনন্দ নিয়ে এসেছ।

আজ এবং সর্বদা নিজেকে উদযাপন করো। শুভ জন্মদিন।’ কয়েকবছর প্রেম করার পর ১৯৯৯ সালে বিয়ে করেন অজয় ও কাজল। তাদের দুই সন্তান রয়েছে, নিসা ও যুগ। পরিচালক করণ জোহর তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে পোস্ট করেন, ‘তোমার সঙ্গে প্রথম দেখা হওয়ার পর থেকে (আমার পোশাক দেখে তুমি জোরে হেসেছিলে) এবং আজ পর্যন্ত... আমি ওর সঙ্গে দেখা হলেই পুনরুজ্জীবিত বোধ করি এবং তোমাকে এত ভালোবাসি... তুমি এমন একজন, যে একটুও বদলায়নি এবং কখনো বদলাবে না ! লাভ ইউ ক্যাডস...’।

×