ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফিরছেন অঞ্জন অপর্ণা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ৬ আগস্ট ২০২৪

ফিরছেন অঞ্জন অপর্ণা

অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন

দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন জুটির প্রথম পোস্টার। ফের এই জুটিকে পর্দায় ফিরিয়ে আনছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
‘এই রাত তোমার আমার’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার হইচই স্টুডিওজ প্রকাশ্যে আনল ছবির পোস্টার। সেখানেই অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনও।
প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৩০ আগস্ট। এর কিছুদিন পরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ‘এই রাত তোমার আমার’-এর ডিজিটাল প্রিমিয়ার। বাংলার দুই তারকা অভিনেতা অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। কাঁচাপাকা চুল, চোখে চশমা, কপালে ঝলমলে লাল টিপ, গায়ের লাল-সাদা-কালো শাড়িতে আজও যেন চোখ ফেরানো যায় না অপর্ণা সেনের দিক থেকে। সেই ব্যক্তিত্বের হাসি যেন আলো করে রয়েছে পোস্টার।
আর তার দিকেই মুগ্ধ নয়নে তাকিয়ে অঞ্জন দত্ত। বৃদ্ধ লুকে তিনিও নজর কেড়েছে বলতেই হচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে বদলায় সম্পর্কের গভীরতা, প্রতিটা বয়সেই থাকে প্রেমকে নতুন করে খুঁজে নেওয়ার তাগিদ। দায়িত্ব, পরিস্থিতি ও জীবনের নানা মুহূর্তে গড়ে ওঠা নতুন নতুন সম্পর্ক কতটা প্রভাব ফেলে দাম্পত্যে? এবার অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে নিয়ে সেই গল্প পর্দায় তুলে ধরবেন পরমব্রত।

×