শাকিব খান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন করে আসছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এবার সেই আন্দোলন সফল হবার পর একটি সচেতন বার্তা দিয়েছেন তিনি। সরকার পতনে উল্লাস নয়, এমনটাই জানান তিনি। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নায়কের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া বার্তায় বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লøান করে না দেয়।’
‘এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, মানুষ, ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’ যোগ করলেন মিস্টার ‘রাজকুমার’। সবশেষে শাকিব লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই।
এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’ শাকিব খানের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’। যা সুপারহিট তকমা পেয়েছে। যদিও আন্দোলনের প্রভাবে ছবিটি মেগাহিটের পথে আগাতে পারেনি। শীঘ্রই মুক্তির কথা রয়েছে তার নতুন ছবি ‘দরদ’।