ফারহান আহমেদ জোভান ও আইশা খান
বেশ কিছুদিন বন্ধ থাকার পর দেশের চলমান পরিস্থিতিতে স্বল্প পরিসরে শুরু হয়েছিল শূটিং। কয়েক অভিনয়শিল্পী শূটিংয়ে ফিরলেও অনেকেই ছিলেন ঘরে। কেউ কেউ প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ফের বন্ধ শূটিং। এর মধ্যে অনেক তারকা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। জানা গেছে, কয়েক মাস আগে চুক্তিবদ্ধ হওয়া নাটকের শূটিং করতে থাইল্যান্ডে অবস্থান করছেন ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, সাফা কবির, আইশা খান প্রমুখ।
২ আগস্ট থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ের জান্নাতুল সুমাইয়া হিমি, সাদিয়া আইমান, নিলয় আলমগীর ও ইরফান সাজ্জাদ। সেখানে ভিন্ন ভিন্ন পরিচালকের পাঁচটি নাটকের শূটিং হবে। দেশ ছাড়ার আগে ইরফান সাজ্জাদ বলেন, টানা দুই সপ্তাহের বেশি শূটিং হবে থাইল্যাণ্ডে। ইতোমধ্যে সেখানে বেশ কয়েকজন অবস্থান করছেন। আমরা আরও কয়েকজন তাদের সঙ্গে যুক্ত হব। একঝাঁক তারকার অংশগ্রহণে শূটিং হবে নাটকগুলোর। তবে নাটকগুলো নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
এটি দর্শকদের জন্য চমক হিসেবে থাকবে। আমাকে দেখা যাবে কয়েকটি নাটকে। হিমি জানান, পাঁচটি নাটকে অভিনয় করবেন তিনি। সেগুলো হবে তারকানির্ভর। গল্পগুলো দেশের প্রেক্ষাপট থেকে একটু আলাদা হতে যাচ্ছে।