ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফাহমিদা নবীর কণ্ঠে রবীন্দ্রসংগীত

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১, ৫ আগস্ট ২০২৪

ফাহমিদা নবীর কণ্ঠে রবীন্দ্রসংগীত

ফাহমিদা নবী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি সম্প্রতি গেয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এর সংগীতায়োজন করেছেন সজীব দাস। এরই মধ্যে গানটি ‘ফাহমিদা নবী’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি ফাহমিদা নবীর কণ্ঠে প্রকাশের পর প্রবল আগ্রহ নিয়ে সবাই শুনছেন। ফাহমিদা নবীও ভীষণ উচ্ছ্বসিত সবার কাছ থেকে সাড়া পেয়ে। যদিও এই গান এর আগেও তিনি নানান সময়ে গেয়েছেন। তবে এবার একটু আয়োজন করে ভিডিও করে  থেকে যাবার মতো করেই যেন প্রকাশ করলেন। 
আবার ‘এক নির্ঝরের গান’র ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো ফাহমিদা নবীর কণ্ঠে ‘শাখা প্রশাখার প্রভাব নিয়ে’ গানটি। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। গানটির মিউজিক ডিজাইন করেছেন শুভেন্দু দাস শুভ। ফাহমিদা নবীর গানের যারা ভক্ত তারা তার কণ্ঠে নতুন এই গান উপভোগ করে ভীষণ উচ্ছ্বসিত। কারণ তারা তার কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় ছিলেন। যে কারণে এই গান প্রকাশের পর ফাহমিদা নবীও বেশ সাড়া পাচ্ছেন। 
ফাহমিদা নবী বলেন, বিশ^ কবি রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে প্রাণের মাঝে কেমন যেন একটা অদ্ভুত ভালোলাগা আর প্রশান্তি কাজ করে। এই ভালোলাগা, এই অনুভব ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ সজীব দাসকে পাশে থাকার জন্য। আর নির্ঝরের গানটির কথা ও সুর এত ভালো লাগলো যে, মনে হলো কথাগুলো জীবনের সঙ্গে খুব প্রাসঙ্গিক।

নির্ঝর কথা চমৎকারভাবে সুরে সুরে কথার বাণীতে আমাদের জীবনের সত্য কথাগুলো প্রকাশ করে গেল। আমার ভীষণ ভালো লেগেছে গাইতে। আশা করছি সবাই যদি একটু মন দিয়ে গানটি শোনেন, গানের কথাগুলো উপলব্ধি করেন তাহলে বুঝবেন যে আসলে কী বলা হচ্ছে গানে গানে। বিশেষ গানের শেষে লাইনটা, এক কথায় দারুণ।

শেষ লাইনটা ঠিক এমন, ‘মুখস্থ সব তথ্য নিয়ে, প্রমাণ ছাড়াই অভিযোগে, মতামতের বাক্স খুলে ঘুরছে জনে জনে।’ সাম্প্রতিক সময়ের সঙ্গে কথাটা প্রাসঙ্গিক শতভাগই মনে হয় আমার কাছে। এদিকে ফাহমিদা নবীর কথা ও সুরে শাকিলার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কথা জমে আছে’, শাকিলের কণ্ঠে ‘সেই তুমি’, পিজুর কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে ‘যদি তোমার আমার আকাশ এক হতো’। সবার আগে প্রকাশিত হয়েছে শাম্মীর কণ্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমায়’ গানটি। ফাহমিদা নবীর সুর করা সব গানই প্রকাশিত হয়েছে ‘ফাহমিদা নবী’ ইউটিউব চ্যানেলে।

×