ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আইসিইউতে

প্রকাশিত: ১৭:৫১, ২৫ জুলাই ২০২৪

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আইসিইউতে

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউয়ে রাখা হয়েছে তাকে। 

শিল্পীর এক ঘনিষ্ঠজনের বরাতে জানা যায়,  ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। বর্তমানে জুয়েল ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে  আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল ক্যানসারে রোগী। গত দুই মাস শরীরটা অবস্থাটা অবনতির দিকে যাচ্ছে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। 

 

শহিদ

×