ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকা মাতাবেন রাহাত ফাতেহ আলী খান

প্রকাশিত: ১১:২১, ১০ জুলাই ২০২৪

ঢাকা মাতাবেন রাহাত ফাতেহ আলী খান

রাহাত ফাতেহ আলী খান

‘জিয়া ধড়ক ধড়ক’, ‘তেরে মাস্ত মাস্ত দো নাইন’, ‘তেরি ওর’, ‘সাজদা’ কিংবা ‘তেরি মেরি’ গানগুলো আজও মানুষের মুখে মুখে ঘুরে-ফেরে। নতুন খবর হলো, এসব গানের শিল্পী রাহাত ফাতেহ আলী খান সুরের মূর্ছনায় ঢাকা মাতাতে আসছেন। 

আগামী ২০ জুলাই তিনি একটি আয়োজনে অংশ নেবেন। আর সেখানেই নিজের জাদুকরী কণ্ঠে মুগ্ধ করবেন শ্রোতাদের। বিষয়টি নিশ্চিত করেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স সাইট। সুরের মূর্ছনায় ঢাকা মাতাবেন রাহাত ফাতেহ আলী খান। মঙ্গলবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২০ জুলাই রাহাত ফাতেহ আলী খানের সুরেলা কণ্ঠে মুগ্ধ হওয়ার জন্য চলে আসুন।

তার গান উপভোগ করতে চাইলে প্রি রেজিস্টেশন করতে হবে। টিকিট মূল্য ও ভেন্যু পরে জানিয়ে দেওয়া হবে।

শহিদ

সম্পর্কিত বিষয়:

×