ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

একাধিক মৌলিক গান নিয়ে আসছেন শ্রাবণী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৪, ৫ জুলাই ২০২৪

একাধিক মৌলিক গান নিয়ে আসছেন শ্রাবণী

.

বিশ্বভারতী বিশ^বিদ্যালয়ে হিন্দুস্তানী ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকা বাংলাদেশের এই প্রজন্মের সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। ছুটিতে ঢাকায় এসেছিলেন। শুক্রবার তিনি আবারও বিশ^ভারতীর উদ্দেশে রওনা হন। সেখানে যাবার আগে এবার নতুন সাতটি মৌলিক গানে কণ্ঠ দিয়ে গেছেন তিনি। এগুলো হচ্ছে ফিরোজ কাঙ্গালের লেখা অনিম খানের সুরেবেঈমান’, শেখ নজরুলের কথায় ফিদেল নাঈমের সুরেচোখ’, ‘পটের বিবিনাটকের জন্য দুটি গান, লিখেছেন কৃষ্ণেন্দু ভুনিয়া, সুর করেছেন অমিত চ্যাটার্জি, ‘ভুলে ভরা অংকগানটি লিখেছেন অমল ঘোষ সুর করেছেন শামীম মাহমুদ, ‘দুই মাসিনেমাতেখোদা জানেগানের কথা লিখেছেন আবুল হোসেন মজুমদার সুর করেছেন এস কে সাগর শান এবং আরও একটি সিনেমার জন্য পাহাড়ের ঝর্ণায়একই গীতিকার সুরকারের গান। সিনেমার দুটি গানে তার সহশিল্পী এস কে সাগর শান।

বাকি সব গান তার একক কণ্ঠের গান। তবে আধুনিক গানগুলো শীঘ্রই একে একে প্রকাশ পাবে বলে জানিয়েছেন শ্রাবণী। তিনি বলেন, হয়তো আরও কিছু ভালো ভালো গান গাওয়া হতো। কিন্তু নানা ব্যস্ততার কারণে সময় দেওয়া হচ্ছিল না বলে কিছু গানের কাজ করা সম্ভব হয়নি। তবে যে সাতটা গান গাইতে পেরেছি প্রতিটি গানেরই কথা সুন্দর, সুরও চমৎকার। ভীষণ মন ভালো করা একটি সময়কে সাথী করে এবার ভারতে যাচ্ছি। গানগুলো প্রকাশের জন্য ভীষণ অপেক্ষায় থাকব। কারণ বলা যায় প্রতিটি গানই বিশেত চোখ, বেঈমান এবং ওই পাহাড়ের ঝর্ণায়- এই তিনটি গান প্রকাশের জন্য ভীষণ অপেক্ষায় আছি আমি। প্রতিটি গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক সহশিল্পীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

×