ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

মৌমিতার কণ্ঠে গীতা দত্তের গান

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০০, ৩০ জুন ২০২৪

মৌমিতার কণ্ঠে গীতা দত্তের  গান

.

নন্দিত সংগীতশিল্পী গীতা দত্তের বিখ্যাত চারটি বাংলা গান গেয়েছেন মৌমিতা বড়ুয়া। আরটিভির নিজস্ব স্টুডিওতে মৌমিতার কণ্ঠে গীতা দত্তের যে চারটি গান রেকর্ড হয়েছে সেগুলো হচ্ছেÑ ‘তুমি যে আমার ওগো’, ‘নিশি রাত বাঁকা চাঁদ আকাশে’, ‘ঝনক ঝনক কনক কনকএই মায়াবী তিথি এই মধুরও গীতি মৌমিতা বড়ুয়া বলেন, বাংলাদেশের বাইরে যে সকল শ্রদ্ধেয় নারী কণ্ঠের গান আমাকে খুব বেশি টানে তাদের মধ্যে কিন্নরকণ্ঠী গীতা দত্ত অন্যতম। তাই গাইতেও বেশ ভালো লাগে। যে চারটি গান গাইলাম তার মধ্যে তিনটি গানই আমার প্রিয় গীতিকবি শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা।

দুটি গানের সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং বাকি দুটি গানের সুরকার শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। প্রচারের পর জানা যাবে কেমন গাইলাম। মৌমিতা জানান, শীঘ্রই তার কিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। তবে মৌমিতার ভীষণ ভালো লাগে স্টেজ শোতে গান গাইতে। কারণ সেখানে দর্শকের কাছ থেকে সরাসরি রেসপন্স পাওয়াটা তার কাছে ভীষণ ভালো লাগার। এদিকে রবিবার একটি স্টেজ শোতে মৌমিতা অলক কুমার সেন গজল পরিবেশন করেছেন। মৌমিতা জানান, শীঘ্রই গীতা দত্তের গাওয়া গানগুলো আরটিভিতে প্রচার হবে। 

×