ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ২৫ জুন ২০২৪

মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

আসাদুল ইসলাম ও সোনিয়া হাসান

প্রায় আট মাস পর আবার মঞ্চে এলো ম্যাড থেটারের সাড়া জাগানো নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। গত বছর অক্টোবর মাসের পর নাটকটির নতুন করে প্রদর্শনী শুরু হলো। এরই মধ্যে ম্যাড থেটার দুটি উৎসবে অংশ নিতে দু’বার ভারত সফর করেছে। গত ফেব্রুয়ারি মাসে এনএসডি আয়োজিত ভারত রঙ মহোৎসবে অংশ নিয়ে তারা প্রশংসিত হয়েছে। এ ছাড়া নতুন একটি নাটকের আন্তর্জাতিক প্রিমিয়ারও সম্পন্ন করেছে।

রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটির মধ্য দিয়ে। গতকাল এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটকটির প্রদর্শনী হয়। এটি নাটকের ৮ম প্রদর্শনী। নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।

×