ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

মহুয়া বাবরের কথায় ‘নতুন ভোরের গান’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ২৫ জুন ২০২৪

মহুয়া বাবরের কথায় ‘নতুন ভোরের গান’

মহুয়া

গীতিকবি মহুয়া বাবরের কথায় সম্প্রতি প্রকাশ হয়েছে ‘নতুন ভোরের গান’ শিরোনামের একটি গান। এটির সুর সংযোজন করেছেন শিল্পী সুমন মোহাম্মদ হাফিজ। আর কণ্ঠ দিয়েছেন শিল্পী শিমু দে এবং শিল্পী সুমন মোহাম্মদ হাফিজ। এটির সংগীতায়োজন করেছেন ওস্তাদ আলী এফ এম রেজওয়ান। গানটির কথাগুলো হলো- ‘পাখির কলকাকলীতে মধুর ঘুম ভাঙে/শিশিরের মুক্তা ঝরে পড়ে ভোরের সূর্য রাগে।’

গানটি সম্পর্কে মহুয়া বাবর বলেন, ‘নতুন বছরের প্রভাতকে সামনে রেখে এই বাণীটি রচনা করেছি। আমি একজন ইতিবাচক আশাবাদী মানুষ। সেই সঙ্গে নিসর্গ এবং বাংলাদেশের প্রকৃতি আমার অনেক পছন্দের। নদী, গাছ এবং প্রভাত বারবার ফিরে ফিরে আসে আমার লেখনীতে।’ এরই মধ্যে গানটির জন্য অনেকেই বেশ প্রশংসা করেছেন বলে জানান গীতিকার। মহুয়া বাবর নজরুল সংগীত-প্রনস’র অর্থ সম্পাদক। তিনি একজন চিত্রকরও।

×