ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্র্রথমবার তসিবা-পুনম মিত্র

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২৩ জুন ২০২৪

প্র্রথমবার তসিবা-পুনম মিত্র

.

প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী তসিবা পুনম মিত্র। গানটির শিরোনামআমি তোর রাঁধা জামাল হোসেনের কথায় এটির সুর সংগীত করেছেন প্রণব মিত্র। রবিবার এটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন প্রনমী আলিফ।

গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, সব রকম উৎসবের জন্য গানটির কথাগুলো সাজানো হয়েছে। গানের কথার সঙ্গে পুনম দারুণ সুর করেছে। যারা একটু মজা-মাস্তির গান শুনতে পছন্দ করেন এটি তাদের ভালো লাগবে বলে আশা করছি। পুনম বলেন, আমি বরাবরই জামাল ভাইয়ের লেখা দারুণ পছন্দ করি। আমাকে তিনি এত সুন্দর একটি গান করার সুযোগ দিয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রোতারা আমাদের গানটি শুনলে নিরাশ হবে না বলে প্রত্যাশা করছি।

×