ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

১৪ বছরে ১০ রান্নার অনুষ্ঠানে ঐন্দ্রিলা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯, ৮ জুন ২০২৪; আপডেট: ১৩:৪১, ৯ জুন ২০২৪

১৪ বছরে ১০ রান্নার অনুষ্ঠানে ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা আহমেদ

চৌদ্দ বছরে একে একে দশটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনায় অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ২০১০ সালে চ্যানেল আইয়ে একটি রান্নার অনুষ্ঠান প্রথমবারের মতো উপস্থাপনা করেন তিনি। এরপর এটিএন বাংলা, বাংলাভিশন, এসএ টিভিসহ আরও কিছু চ্যানেলে রান্নার অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায় তাকে। আসছে ঈদে তিনি জিটিভিতে ‘পুষ্টি ঈদের রান্না’ শিরোনামের একটি অনুষ্ঠান নিয়ে থাকবেন।

এটি তার দশ নম্বর রান্নার অনুষ্ঠান বলে জানান। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জাহিদ মাহমুদ। ঐন্দ্রিলা বলেন, ২০১০ সাল থেকে বিভিন্ন ধরনের রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করছি। একেকটি অনুষ্ঠানের ধরন একেক রকম বলেই এ অনুষ্ঠানগুলো করছি। না হয় অভিনয়ের মতো এখানেও কম দেখা যেত। ঈদে আমার উপস্থাপনায় দশ নম্বর রান্নার অনুষ্ঠান নিয়ে এক সপ্তাহ দর্শকের সঙ্গে থাকব। এখানে সাতটি পর্বে সাতজন শেফ থাকবেন।

ভিন্ন মাত্রার একটি অনুষ্ঠান দর্শক উপভোগ করবে বলে আশা করছি। এদিকে এ গ্ল্যামারকন্যা চার বছর ধরে বাংলাভিশনে ‘আমাদের রান্নাঘর’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন। ২০০১ সালে বাবার (প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ) হাত ধরে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করেন ঐন্দ্রিলা। বুলবুল আহমেদের নির্দেশিত রবিন্দ্রনাথের ‘সুভা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি।

পরবর্তী সময়ে ‘পারমিতার দিনরাত্রি’, ‘অটুট বন্ধন’, ‘ভালোবাসার নীল প্রজাপতি’, ও ‘চন্দ্রহারা রাত্রি’সহ অনেক দর্শকপ্রিয় নাটক তিনি উপহার দিয়েছেন। তবে বর্তমানে বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে আছেন তিনি।

×