ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

কিয়ারার গলায় ৪২ কোটি টাকার নেকলেস! 

প্রকাশিত: ২১:৪১, ২২ মে ২০২৪

কিয়ারার গলায় ৪২ কোটি টাকার নেকলেস! 

কিয়ারা আদভানি।

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে হাজির কিয়ারা আদভানি। রেড কার্পেটে নজরকাড়া সব গাউন, ঐতিহ্যবাহী নকশার পোশাক আর সাজ-অলংকারে হাজির হয়েছেন তিনি। উৎসবে অভিনেত্রীর স্টাইলের লুক মুগ্ধ করেছে ভক্তদের।

কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছিলেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট। 

গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। পোশাকের চেয়ে কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে। শুধু তাই নয়, এ হারের মূল্য জানলে অবাক হবেন।

বলিউড হাঙ্গামা বলছে, কিয়ারা আদভানির গলার নেকলেসটি হীরার তৈরি। এ নেকলেসে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। এটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকারও বেশি।


বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় আছে— ‘ডন থ্রি’, ‘গেম চেঞ্জার’, ‘ওয়ার টু’ প্রভৃতি।
 

এসআর

×