সুপারস্টার শাহরুখ খান।
হাসপাতালে ভর্তি হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।
আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার (২১ মে) সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই ম্যাচের সাক্ষী থাকতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পুত্র কন্যাসহ উপস্থিত ছিলেন বলিউডের বাদশাহ। ম্যাচে দাপুটে মেজাজে সানরাইজার্সকে ৮ উইকেটে উড়িয়ে আইপিএল-এর ফাইনালে নিজেদের জায়গা পাকা করে কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত টিমের অন্যতম কর্ণধার শাহরুখকে দলের খেলোয়াড়দের সঙ্গে হুল্লোড়ে মাততে দেখা যায়। মাঠের মাঝেই দুই বাহু ছড়িয়ে নিজের সিগনেচার পোজ দিতেও দেখা যায় তাকে। এরপরই বুধবার (২২ মে) আসে দুঃসংবাদ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন কিং খান। হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায়েআজ দুপুরে তাকে তড়িঘড়ি করে আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালের সামনে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়। অনুরাগীদের মধ্যেও উৎকণ্ঠা স্পষ্ট। সকলেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়।
এম হাসান