ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অশ্লীল সিনেমায় অভিনয়, সে সময়ে সবাই করেছে: পলি

প্রকাশিত: ১২:২৯, ২১ মে ২০২৪; আপডেট: ১২:৩৭, ২১ মে ২০২৪

অশ্লীল সিনেমায় অভিনয়, সে সময়ে সবাই করেছে: পলি

চিত্রনায়িকা পলি

চলচ্চিত্রে অশ্লীল সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পলি। অশ্লীল সিনেমা বন্ধ হয়ে যাওয়ার পর তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি। দীর্ঘদিন চলচ্চিত্রের বাইরে ছিলেন। এবারের শিল্পী সমতিরি নির্বাচনে প্রার্থী হয়ে তিনি আবার আলোচনায় আসেন। নিপুণের প্যানেল থেকে সদস্য পদে বিজয়ী হন। 

সম্প্রতি অশ্লীল সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, শুরুর দিকে কাটপিসের বিষয়টি জানতাম না। অনেক পরে জেনেছি। কিছু যে করিনি সেটা না। অবশ্যই করেছি। আমার ভুলত্রুটি অবশ্যই রয়েছে। তবে বেশি কিছু করিনি। সেটা আমার দোষ না। সে সময় যারা আমাকে দিয়ে করিয়েছেন তাদের দোষ। 

আরও পড়ুন : ছায়ানটের চার শিক্ষকের কণ্ঠে ‘সোনার গোধূলি রাগে’

পলি বলেন, যখন সিনেমায় কাজ শুরু করি তখন কিশোরী ছিলাম। কম বয়স ছিল। মফস্বল থেকে এ শহরে এসেছিলাম। তখন সেভাবে আমার কোনো অভিভাবক ছিল না। ওটা ছিল সময়ের দোষ। সে সময়ে সবাই কাটপিসে অভিনয় করেছে। আমি শুধু একাই করিনি। তবে যারা আমাদের দিয়ে এসব কাজ করিয়েছেন তারা কাজটি ঠিক করেনি। যদিও সে সময়ের প্রযোজকরা এখন আর চলচ্চিত্রে নেই।

এবি 

সম্পর্কিত বিষয়:

×