ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

অর্থহীন ব্যান্ডের নতুন সদস্যের নাম ঘোষণা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১৮ মে ২০২৪

অর্থহীন ব্যান্ডের নতুন সদস্যের নাম ঘোষণা

জাহিন রাশিদ

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। রাফা চলে যাওয়ার পর ২০২৩ সালে ব্যান্ডের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানেন গিটারিস্ট শিশির আহমেদ। এবার ব্যান্ডের নতুন সদস্যের নাম ঘোষণা করল দলটি। জানা গেছে, অর্থহীনের নতুন সদস্যের নাম জাহিন রাশিদ। তিনি ব্যান্ডের সঙ্গে অনেক দিন ধরেই আছেন। তবে এবার তাকে নিয়মিত করা হয়েছে।

অর্থহীনের পক্ষ থেকে এক বর্তায় বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, জাহিন রাশিদ এখন  থেকে অর্থহীনের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। তিনি স্থায়ীভাবে ব্যান্ডের হয়ে গিটার, কিবোর্ড, সীতার ও বাঁশি বাজাবেন। আমাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা। এদিকে, ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন সুমন আছেন থাইল্যান্ডে। সেখানে নিয়মিত  চেকআপের জন্য গেছেন তিনি।

এ ছাড়া ব্যান্ডটি বর্তমানে তাদের ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।

×