ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত, অন্যান্য অভিযোগেও নাজেহাল অভিনেত্রী 

প্রকাশিত: ১৭:২৩, ১৩ মে ২০২৪

শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত, অন্যান্য অভিযোগেও নাজেহাল অভিনেত্রী 

শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রীর শিল্পা শেঠি। অন্যতম ফিট অভিনেত্রী হিসেবেও বেশ পরিচিত তিনি। তবে সময়টা তার ভাল যাচ্ছে না বলা চলে। 

শোনা যাচ্ছে, একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগেই শিল্পা শেঠি ও তার স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এরইমধ্যে নতুন ঝামেলায় পড়লেন অভিনেত্রী। তার বিরুদ্ধে উঠল পশু নিগ্রহের অভিযোগ।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের গিয়েছিলেন অভিনেত্রী। মা দিবস উপলক্ষে মা সুনন্দা শেঠিকে নিয়ে বৈষ্ণোদেবীতে পূজাও দেন শিল্পা। সঙ্গে ছিলেন বোন শমিতা শেঠিও। বৈষ্ণোদেবীতে পূজা দেওয়ার মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করতেই এবার ফের বিতর্কে শিল্পা।

প্রায় ১৬ কিলোমিটার গাড়িতে বা রাস্তা পায়ে হেঁটে নয় ঘোড়ার পিঠে চেপে মন্দিরে ওঠেন তিনি। এতেই নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলোধুনো করা হচ্ছে তাকে। 

কেউ লিখেছেন, এত ফিট হয়ে লাভটা কী হল যে, এক অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে?

একজন লিখেছেন, এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা। কেউ আবার বলেছেন, এত কিছু না করে হেলিকপ্টারে চেপেই যেতে পারতেন।

অভিনেত্রীর এই কাণ্ডে হতবাক হয়েছে অনেকেই। আর এর ফলেই বেশ বিদ্রুপের শিকারও হচ্ছেন শিল্পা। যদিও এই ধরনের সমালোচনায় এখনও পর্যন্ত কোনও জবাব আসেননি শিল্পার পক্ষ থেকে। এই মুহূর্তে ইডি'র ঝামেলায় নাজেহাল রয়েছেন তিনি।

শিলা

সম্পর্কিত বিষয়:

×