ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় অভিনেত্রীর

প্রকাশিত: ১৫:২২, ১৩ মে ২০২৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় অভিনেত্রীর

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম

বিনোদন জগতে আবারও শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। রবিবার (১২ মে) অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পবিত্রা গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন : এবার প্রেমের কথা স্বীকার করলেন মন্দিরা, প্রেমিক কি পরীমনির সাবেক স্বামী?

পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রীর গাড়িটি কর্ণাটকের মান্ডা জেলার হানাকেরেতে ফিরছিল।

ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তাঁরাও এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

অভিনেত্রীর মৃত্যুতে তার সহঅভিনেতা সমীপ আচার্যসহ আরও অনেকেই শোকপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন ভক্তরাও।

তেলেগু টেলিভিশনের ধারাবাহিক ‘ত্রিনয়নী’ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী পবিত্রা জয়রাম বেশ কয়েকটি কন্নড় সিরিয়ালেও অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। 

এবি 

সম্পর্কিত বিষয়:

×