.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা। নেত্রকোনা শহরের পাবলিক হলে প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। এ সময় শতকণ্ঠে পরিবেশন করা হয় রবীন্দ্রনাথের গান ‘হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ।’
পরে জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পূরবী কু-ুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, লিলি ইসলাম, কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লীর সদস্য আবুল ফারাহ পলাশ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায় জনি।
আলোচনার পর তনুশ্রী সরকারের সংগীতায়োজনে শতকণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের গান ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’, ‘আমরা সবাই রাজা’, ‘বাংলার মাটি, বাংলার জল’সহ আরও বেশ কয়েকটি গান। এছাড়া পরপর দুটি একক গান পরিবেশন করেন লিলি ইসলাম। আবৃত্তি করেন প্রদীপ চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন অরিত্র নিভা দে ও পলাশ আহমেদসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলমগীর ও নাঈম সুলতানা লিবন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নিয়মিত শিল্পীরা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষ করা হয় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।