ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডাক্তার নয় এবার ৩ নম্বর বিয়ের জন্য সাংসারিক মেয়ে খুঁজছেন শাকিব খান

প্রকাশিত: ১৬:৫৮, ১২ মে ২০২৪

ডাক্তার নয় এবার ৩ নম্বর বিয়ের জন্য সাংসারিক মেয়ে খুঁজছেন শাকিব খান

শাকিব খান

অপু বিশ্বাস ও বুবলির পর এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান। দেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে খুব দ্রুতই তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। 

গত কয়েকদিনে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তথ্যনুযায়ী ডাক্তার পাত্রী খুঁজছিলেন শাকিব। তবে এবার শোনা গেল ভিন্ন কথা। জানা গেছে, পাত্রীকে যে ডাক্তারই হতে হবে এমন কোনো ধরাবাঁধা সিদ্ধান্ত নেননি শাকিব। তিনি মূলত সাংসারিক পাত্রী খুঁজছেন। এটা নায়কের পরিবারের চাওয়া।

এদিকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত দন্ত চিকিৎসক হওয়ায় কিছু ইউটিউবার নায়িকাকে প্রশ্ন করেন তিনিই কী শাকিবের সেই ডাক্তার পাত্রী কি না। প্রশ্ন শুনেই নায়িকাকে সোনায় সোহাগা মনে হয়েছে। তার জবাবে স্পষ্টই বোঝা যায় এমন গুঞ্জন চলতে থাকলে মিষ্টির কোনো আপত্তি নাই।

ক্যারিয়ারে ১ যুগ শীর্ষে থাকা এই নায়ক ব্যক্তিজীবন গোছানোর জন্য কোন পাত্রীকে বেছে নেন তা সময়ই বলে দেবে।

 

এবি

সম্পর্কিত বিষয়:

×