ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছিঃ! জনসম্মুখে ঐশ্বরিয়াকে কিভাবে অপমান করতে পারলেন জয়া?

প্রকাশিত: ১৪:০১, ১২ মে ২০২৪

ছিঃ! জনসম্মুখে ঐশ্বরিয়াকে কিভাবে অপমান করতে পারলেন জয়া?

ঐশ্বরিয়া-জয়া বচ্চন 

বেশ কয়েক মাস ধরে বলিপাড়ায় খবর ছড়িয়েছে বচ্চন পরিবারে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়া রাইয়ের। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে নাকি সম্পর্কে ভাটা পড়েছে। এর পেছনে নাকি ‘ভিলেন’ শাশুড়ি জয়া বচ্চন।

এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে একটি পুরনো ভিডিও। তখনও বচ্চন পরিবারের বধূ হননি ঐশ্বরিয়া। ‘হাম দিল দে চুকে সনম’-এর সময় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি। তখন তাকে পুরস্কার তুলে দিয়েছিলেন জয়া বচ্চন ও প্রীতি জিনতা। 

আরও পড়ুন : সোনাক্ষী সিনহার মা রেখা! বের হয়ে এলো বিস্ফোরক তথ্য

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, পুরস্কার জেতার পরে ঐশ্বরিয়া যখন মঞ্চে বক্তৃতা রাখছিলেন, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে হাসছিলেন প্রীতি জিনতা ও জয়া বচ্চন। আর তা দেখেই ভীষণ চটেছে ঐশ্বরিয়ার ভক্তরা। 

এদিকে নতুন করে এ ভিডিও সামনে আসতেই চতুর্দিকে ধিক্কার। নেটিজেনদের একটা বড় অংশ ফেটে পড়েছেন রাগে। তারা লিখেছেন, তখন থেকেই এমনটা জয়া? ছিঃ।

সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, এ কী ধরনের অসভ্যতা! এতটুকু সম্মান দিতে পারেন না?  

ভিডিওতে ঐশ্বরিয়াকে বিরক্ত হতে দেখা যায়নি। বক্তৃতা শেষ করে হাসিমুখে মঞ্চে থেকে নেমে যান তিনি।

এবি 

সম্পর্কিত বিষয়:

×