ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সিনেপ্লেক্স থেকে নেমে যাওয়ায় যা জানিয়েছে কর্তৃপক্ষ 

ইকবালের ‘ডেডবডি’ দেখতে যায়নি কোন লাশও

প্রকাশিত: ১৫:৩২, ৭ মে ২০২৪

ইকবালের ‘ডেডবডি’ দেখতে যায়নি কোন লাশও

দর্শক কোনোভাবেই সিনেমাটিকে গ্রহণ করেনি

প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল মিডিয়াতে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কিংবা সোশ্যাল মিডিয়াতে যতটা হইচই করে থাকেন বাস্তবে তাঁর ছবি এতওটাও আওয়াজ তুলতে পারেনি। এরই মাঝে দর্শক টানতে ব্যর্থ হওয়ায় দেশের সর্ববৃহৎ সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স থেকে ‘ডেডবডি’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে। 

এর আগে পরিকল্পনা ছিল ছবিটি পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। ‘ডেডবডি’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল প্রচারণাও চালাচ্ছিলেন সেভাবে। এর মধ্যে তিনি জানতে পারেন, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১১টি সিনেমা। সিদ্ধান্ত বদলে ফেললেন এ নির্মাতা। মুক্তি দিলেন না ঈদে।

আরও পড়ুন : ‘মা লো মা’ গানের গীতিকার নিয়ে বিতর্ক

পরবর্তীতে ৩ মে (শুক্রবার) মুক্তি পায় সিনেমাটি । তবে উপস্থিত থাকা অল্প কয়েকজন দর্শকের মাঝে একজন দর্শক জানান এই ছবি দেখতে কোন লাশও আসেনি। দর্শক গ্রহণ না করায় ছবিটি নামিয়ে দেয়া হয়েছে। 

ছবি হল থেকে নামিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সনি স্কয়ারে আমরা দুটি শো রেখেছিলাম। কিন্তু দর্শক কোনোভাবেই সিনেমাটিকে গ্রহণ করেনি। তাই আমরা তিনদিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি।

‘ডেডবডি’ সিনেমায় শ্যামল মাওলা, জিয়াউল রোশান, ওমর সানী, অন্বেষা রায়, মিষ্টি জাহান প্রমুখ অভিনয় করেছেন।

এবি 

সম্পর্কিত বিষয়:

×