ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাসপাতালে সোহম চক্রবর্তী 

প্রকাশিত: ১৪:১২, ১ মে ২০২৪

হাসপাতালে সোহম চক্রবর্তী 

অভিনেতা সোহম চক্রবর্তী 

ভারতের পশ্চিমবঙ্গে বইছে লোকসভা নির্বাচনের হাওয়া। গরম উপেক্ষা করেই প্রার্থীদের অংশ নিতে হচ্ছে নির্বাচনী প্রচারণায়। সেই প্রচারে নেমেই গরমের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টলিউড অভিনেতা ও তারকা বিধায়ক সোহম চক্রবর্তীকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা ভোটে তারকা প্রচারকের দায়িত্ব পালন করছেন সোহম। চড়া গরম মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। 

সম্প্রতি মালদহে প্রচার করতে গিয়েছিলেন। তারপরই নাকি অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শোনা যাচ্ছে, লু লেগেই অসুস্থ হয়ে পড়েছেন সোহম।

জানা গেছে, এখন সোহমের শারীরিক অবস্থা স্থিতিশীল। এরইমধ্যে সোহমকে দেখতে হাসপাতালে গেছেন দেব। লোকসভা নির্বাচনে প্রচারকের দায়িত্ব পালনে কোনো অবহেলা নেই সোহমের। এর আগে কৌশানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ভোটের প্রচার করেছেন তিনি। সে সময় এক নারী ভক্ত আচমকাই হরলিক্সের বয়াম উপহার দেন তাকে। 

শহিদ

×