ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জের জামাই হচ্ছেন শাকিব খান 

প্রকাশিত: ২১:০২, ৩০ এপ্রিল ২০২৪; আপডেট: ১৬:৪৭, ৮ মে ২০২৪

মুন্সীগঞ্জের জামাই হচ্ছেন শাকিব খান 

চিত্রনায়ক শাকিব খান

আবারও আলোচনায় শাকিব খান। কারণ শাকিব খান তিন নাম্বার বিয়ে করতে যাচ্ছেন পরিবারের পছন্দ মতো। শাকিব খানের বিয়ে নিয়ে নিরব থাকলেও ভিতরে ভিতরে ক্ষোভ প্রকাশ করেছেন অপু বিশ্বাস, বুবলী।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর।

শাকিবের একজন ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন শাকিব খানের নামে। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। পাত্রী দেখা শুরু হয়েছে।

জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ।

শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। এখন অবধি ২-৩ পাত্রীকে দেখেছে শাকিবের পরিবার। এরমধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন।

 

শহিদ

সম্পর্কিত বিষয়:

×