ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মস্কো উৎসবে ‘নির্বাণ’

প্রকাশিত: ০০:৪৬, ২৫ এপ্রিল ২০২৪

মস্কো উৎসবে ‘নির্বাণ’

আনোয়ার হোসেন ও চিত্রনাট্যে নির্বাণ

১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের মর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। উৎসবের শেষ দিন আগামী ২৬ এপ্রিল অব্দি। আনোয়ার হোসেন হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন দেশের তরুণ ও মেধাবী পরিচালক আসিফ ইসলাম। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি।

তারা হাঁটেন উদ্বোধনী আয়োজনের গুরুত্বপূর্ণ ইভেন্ট রেড কার্পেটে। লাল গালিচায় তারা সিক্ত হোন উপস্থিত দর্শনার্থী ও সাংবাদিকদের ভালোবাসায়। এ সময় অভিনেত্রী প্রিয়াম অর্চির পরনে ছিল দেশী পোশাক শাড়ি ও পরিচালক আসিফ ইসলামের পরণে ছিল কালো সুট প্যান্ট। অভিনেত্রীকে শাড়িতে দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন। পরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হোন নির্বাণ ছবি এই দুই কাণ্ডারি।

×