ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

মেহজাবীন ও সিয়ামের দ্বন্দ্ব, একসঙ্গে কাজ না করার ঘোষণা 

প্রকাশিত: ১৯:৫১, ২২ এপ্রিল ২০২৪

মেহজাবীন ও সিয়ামের দ্বন্দ্ব, একসঙ্গে কাজ না করার ঘোষণা 

মেহজাবীন ও সিয়াম।

পর্দায় একসঙ্গে জুটি বেধে কাজ করতে দেখা গেছে অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। এমনকি এই দুই তারকার মধ্যেই রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কে চির ধরেছে। 

সোমবার (২২ এপ্রিল) বিকেলে সিয়ামকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মেহজাবীন।  যেখানে তিনি লিখেছেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’ অভিনেত্রীর এমন স্ট্যাটাসে চমকে ওঠেন ভক্তরা।

সেই রেশ না থামতেই নিজের ফেসবুকেও একটি স্ট্যাটাস দেন অভিনেতা সিয়াম। যেখানে মেহজাবীনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নাই।’

এদিকে, বর্তমানে তারকাদের কোনো কিছু প্রচারণার জন্যই যে এসব কৌশল, সেটা বুঝতেও খুব একটা বেগ পোহাতে হয় না ভক্তদের। যে কারণে সবাই ধরেই নিয়েছেন, এটা হয়তো মেহজাবীন-সিয়ামের কোনো নাটক বা বিজ্ঞাপনের প্রচারণারই কৌশল।

এম হাসান

×