![গল্পের নায়ক হতে চান সাজ্জাদ গল্পের নায়ক হতে চান সাজ্জাদ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2023May/bino-3-2404021525.jpg)
সাজ্জাদ চৌধুরী
মডেল-অভিনেতা সাজ্জাদ চৌধুরী। মিউজিক ভিডিও দিয়েই ক্যারিয়ারের শুরু করেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর থেকে শুরু করে কনাসহ অনেকের গানেই মডেল হয়েছেন তিনি। ঈদ উপলক্ষে আসিফ ও জান্নাত পুষ্পের ‘পানি পানি’, কনা ও খায়রুল ওয়াসির ‘রোমিও রানী’, মৌমিতা আফরোজের ‘প্রেমের কন্ট্রাক্টর’সহ বেশকিছু মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। তবে এ মডেল বর্তমানে মিউজিক ভিডিওর বাইরে নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠিত করতে চান।
এরইমধ্যে কয়েকটি নাটকেও কাজ করেছেন বলে জানান তিনি। খুব শীঘ্রই আরটিভিতে প্রচার হবে তার অভিনীত ‘তুুমি আমি ডট কম’ শিরোনামের একটি নাটক। এছাড়া জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ‘হোয়াইট সুগার’ শিরোনামের একটি নাটকে এন্ট্রি হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার বাইরে এ অভিনেতা নিজেকে তৈরি করছেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য। এ অভিনেতা রোমান্টিক চরিত্রের বাইরে নিজেকে গল্পের নায়ক হিসেবে পর্দায় প্রতিষ্ঠিত করতে চান।