ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঈদে মুক্তির মিছিলে ১১ সিনেমা

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ২৪ মার্চ ২০২৪

ঈদে মুক্তির মিছিলে ১১ সিনেমা

.

দরজায় কড়া নাড়ছে ঈদ।  ঈদ যত ঘনিয়ে আসতে থাকে মুক্তির মিছিলে সিনেমার নামের তালিকা দীর্ঘ হতে থাকে।  এবারের রোজার ঈদেও মুক্তির তালিকায় এখন পর্যন্ত যুক্ত হয়েছে ১১টি সিনেমা। যদিও এই তালিকা চূড়ান্ত নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু।

মুক্তির ঘোষণা দেওয়া সিনেমাগুলো হচ্ছেরাজকুমার’, ‘ওমর’, ‘কাজল রেখা’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া দ্য লাভ’, ‘মেঘনা কন্যা’, ‘পটু,’ ‘ডেডবডি’, ‘আহারে জীবন’, ‘মোনা. জ্বীন-সোনার চর  

ঈদ উৎসবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দাপট থাকে বরাবর। এবারের ঈদে দর্শকদের জন্য শাকিব নিয়ে আসছেনরাজকুমার যে সিনেমায় তার নায়িকা কোর্টনি কফি এসেছেন যুক্তরাষ্ট্র থেকে।

আসন্ন ঈদেওমরসিনেমা মুক্তি দেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।ওমরমুক্তির শেষদিকের প্রস্তুতি সেরে ফেলেছেন জানিয়ে নির্মাতা বলেন, সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ ঈদে সিনেমাটি দেখতে পাবে দর্শক। এই সিনেমায় প্রধান চরিত্রে শরিফুল রাজের সঙ্গে এবার পর্দায় দেখা যাবে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে।

চারশ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাকাজলরেখাসিনেমার মুক্তির দিনক্ষণ বেশ কয়েকবার বদলেছে। অবশেষে কয়েকদিন আগে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেবেন তিনি। মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যানকাজলরেখা নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। সিনেমায় রাজা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ।

ঈদে মুক্তির মিছিলে আছেমায়া পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে সিনেমাটি।মায়াপরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির, চিত্রনাট্যও তারই লেখা। ত্রিভূজ প্রেমের গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক জিয়াউল রোশানসহ আরও অনেক।

শবনম বুবলীর আরকেটি সিনেমাদেয়ালের দেশআসছে ঈদে। এরপর ডিসেম্বরে এই সিনেমা মুক্তির কথা থাকলেও তা হয়নি। এখনদেয়ালের দেশমুক্তির জন্য ঈদ উৎসবকেই বেছে নিয়েছেন নির্মাতা মিশুক মনি। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও মনিও লিখেছেন।

ঈদে মুক্তি পাচ্ছে ছটকু আহমেদ পরিচালিতআহারে জীবন সিনেমা মুক্তির খবর নিশ্চিত করে ছটকু আহমেদ বলেন, শতভাগ মুক্তি নিশ্চিত করেই সিনেমার কাজ চলছে। পোস্টার ডিজাইনের কাজ শেষ করে শীঘ্রই আনুষ্ঠানিক প্রচারণায় যাব। এই সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা ফেরদৌস আহমেদ।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত দুটি সিনেমা আসছে এই ঈদে। সেগুলো হল-‘মোনা. জ্বীন-পটুমোনা. জ্বীন-সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন নবাগত অভিনেত্রী সুপ্রভাত ইসলাম। আরও আছেন তারিক আনাম খান, প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল প্রমুখ।

পটুপরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। 

ঈদে আসছে ফুয়াদ চৌধুরী নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রমেঘনা কন্যা অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

মোহাম্মদ ইকবালের পরিচালনায় ঈদে আসছে সিনেমাডেডবডি ইকবাল বলেন, সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আমি তো প্রায় ঈদেই সিনেমা নিয়ে আসি।

জায়েদ খানেরসোনার চরঈদে মুক্তি পেতে চলা সিনেমার তালিকায় ঠাঁই পেয়েছে। আর এর মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর ঈদে জায়েদ খান অভিনীত সিনেমা আসছে।সোনার চরনির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে।

×