ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার স্যালুন উদ্বোধনে হেলিকপ্টারে জায়েদ খান 

প্রকাশিত: ১৭:৩৯, ২৪ মার্চ ২০২৪

এবার স্যালুন উদ্বোধনে হেলিকপ্টারে জায়েদ খান 

জায়েদ খান 

ব্যস্ততা বেড়ে গেছে জায়েদ খানের। বিভিন্ন শোরুম উদ্বোধনে সময় কাটে তার। এবার হেলিকপ্টার নিয়ে জায়েদ গেলেন টাঙ্গাইলে স্যালুন উদ্বোধনে। 

রবিবার টাঙ্গাইলে মি. কাট স্যালুনের ফিতা কাটেন জায়েদ। এসময় তাকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ।

তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। টাঙ্গাইলের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। সুযোগ পেলে বার বার এখানে আসতে চাই। এখানে আমাকে অতিথি করার জন্য আয়োজকদের ধন্যবাদ। এমন একটি উন্নত মানের স্যালুন করায় রুচিশীল মানুষরা এখানেই বসেই ঢাকার মতো সেবা নিতে পারবেন বলে আমি আশাবাদী।’

মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

 

এস

সম্পর্কিত বিষয়:

×