ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘ডিউন : পার্ট টু’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

‘ডিউন : পার্ট টু’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

‘ডিউন : পার্ট টু’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে

‘ডিউন : পার্ট টু’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘ডিউন : পার্ট টু’। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। এটি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের হেড অব মিডিয়া ও জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। ২০২১ সালে মুক্তি পাওয়া মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর সিনেমা ‘ডিউন’। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে।

এরপর থেকে ছবিটির সিক্যুয়েল দেখতে দর্শকদের কৌতূহল তুঙ্গে। ১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হার্বার্টের দুই খ-ের উপন্যাস ‘ডিউন’-এর দ্বিতীয় খণ্ডের ওপরে নির্মিত হয়েছে নতুন সিক্যুয়েল। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ ছবিতে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট র‌্যাম্পলিং এবং জাভিয়ের বারডেম আগের ছবির মতোই তাদের নিজ নিজ ভূমিকায় রয়েছেন। অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স ও ফ্লোরেন্স ওয়েলেক্স দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিং-কে দ্বিতীয় কিস্তিতে নতুন চরিত্রে দেখা যাবে।

×