ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

শিরোনামহীনের নতুন অ্যালবাম

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

শিরোনামহীনের নতুন অ্যালবাম

.

ঠিক দুই দশক আগে, ২০০৪ সালে প্রকাশ হয়েছিল তাদের প্রথম অ্যালবামজাহাজী যেটা তাদেরকে দিয়েছে জনপ্রিয়তা, আবার দেশের ব্যান্ড মিউজিকে হয়ে আছে অনন্য সৃষ্টি হয়ে। না, এরপর খরা নয়, রীতিমতো গানের বৃষ্টি ঝরিয়ে চলছে ব্যান্ডশিরোনামহীন দুই দশকে সাতটি অ্যালবাম প্রকাশ করেছে দলটি। যেগুলো থেকে এসেছে বহু শ্রোতাপ্রিয় গান। এবার ব্যান্ডটি প্রকাশ করছে অষ্টম অ্যালবামবাতিঘর যেটার টাইটেল গান ইতোমধ্যে অন্তর্জালে এসেছে। পরবর্তী নয় মাসে আরও টি গান প্রকাশ হবে। অর্থা দশ গানে সাজানো হয়েছে নতুন অ্যালবামটি। অষ্টম অ্যালবামের প্রথম গান হিসেবেবাতিঘরবিশেষ বটে। তবে এর পেছনের গল্প আরও বেশি চমকপ্রদ। যেটা জানা গেলোশিরোনামহীন ত্রাণকর্তা জিয়াউর রহমান জিয়ার কাছ থেকে। প্রথমে গানটির মর্মকথা শোনা যাক তার মুখে, ‘এই যে বাতিঘর; সে দাঁড়িয়ে থাকে, নড়তে পারে না। তার কাজ হলো আলো দেওয়া। মানুষকে পথ দেখায়, যাতে কেউ হারিয়ে না যায়। আবার তার কাছে নানা অভিযোগ করে সমুদ্রের ঢেউ। তারা এসে বাড়ি খায়, কথা বলে। এসব নীরবে সহ্য করে বাতিঘর এবং সে খুব একাই থাকে।

×