.
গতবছরের অক্টোবর মাস থেকে শূটিং শুরুর কথা ছিল বলিউড অভিনেতা আমির খান প্রযোজিত কলকাতার সিনেমা ‘পাত্রী চাই’। কিন্তু এরইমধ্যে তিন দফা পিছিয়েছে শূটিং শুরুর সময়। এতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কথা পাকাপাকি থাকলেও শূটিংয়ের সময় বার বার পরিবর্তনের কারণে এ সিনেমা থেকে সরে এসেছেন ফারিণ। তিনি জানিয়ে দিলেন, এ সিনেমায় আর তাকে দেখা যাবে না।
এর কারণ হিসেবে শূটিং শুরুর সময় পিছিয়ে যাওয়াকেই দুষলেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। গত অক্টোবর মাস থেকে শূটিং শুরুর কথা থাকলেও তিন দফা পিছিয়েছে শূটিং শুরুর সময়। সম্প্রতি গণমাধ্যমকে এ বিষয়ে তাসনিয়া ফারিণ বলেন, অক্টোবর থেকে শূটিং শুরুর কথা থাকলেও তিনবার সিডিউল পিছিয়েছে। এই কারণে আমার অন্য কাজের সিডিউলেও সমস্যা হচ্ছে। এখন আর নতুন করে সিডিউল দেওয়াও সম্ভব নয়।