ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফের শাহরুখের চমক

প্রকাশিত: ১৯:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ফের শাহরুখের চমক

শাহরুখ খান

চলতি বছরেই ‘পাঠান’ দিয়ে ফের চমক দিতে প্রস্তুত হচ্ছেন শাহরুখ খান ও আদিত্য চোপড়া। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এরই মধ্যে ‘পাঠান’ ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য সম্পন্ন। বছর শেষেই নাকি শুটিং শুরু করে দেবেন ‌‘পাঠান ২’ টিম।

জানা যায়, পাঠান-২ হবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি। এতে দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, তবে আলিয়া ভাটকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
 
এমনকি বলিউডে এও চাউর হয়েছে, ‘টাইগার’-এর জোয়া অর্থাৎ ক্যাটরিনাকেও চিত্রনাট্যে জায়গা দেবেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। তবে খলনায়কের চরিত্রে এবার জন আব্রাহম নন, বরং আরও বড় চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় পাঠান। এ ছবি দিয়েই দীর্ঘ চার বছর পর শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। গ্লোবাল বক্স অফিসে ছবিটি ১০০০ কোটি টাকার বেশি আয় করেছে। এবার তারই সাফল্যের ধারাবাহিকতায় আসতে যাচ্ছে এর সিক্যুয়েল।

 

এস

সম্পর্কিত বিষয়:

×