ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং

প্রকাশিত: ১৮:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৪

মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং

অভিনেতা ঋতুরাজ সিং

ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ঋতুরাজ। অগ্ন্যাশয়ের রোগেও ভুগছিলেন তিনি।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অমিত বহল ঋতুরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঋতুরাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরেই কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

‘অনুপমা’ সিরিয়ালে যশপাল চরিত্রে, ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’ সিরিয়ালে পুরুষোত্তম আজমেরা, ‘দিয়া অউর বাতি হাম’-এ মহেন্দ্র সিংয়ের মতো চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন ঋতুরাজ সিং।

এছাড়াও ‘বান্দিশ ব্যান্ডিট’, ‘মেড ইন হেভেন’-এর মতো ওয়েব সিরিজ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘ইয়ারিয়ান ২’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন এই তারকা।

 

এস

সম্পর্কিত বিষয়:

×