ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টং দোকান থেকে কী কিনছেন ‘কেজিএফ’ নায়ক?

প্রকাশিত: ২১:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

টং দোকান থেকে কী কিনছেন ‘কেজিএফ’ নায়ক?

কেজিএফ’ সিনেমা নায়ক যশ

দক্ষিণী তারকা যশ সাফল্যের শিখরে পৌঁছে গেছেন ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে। হার্টথ্রব এই নায়ক রাস্তায় রাস্তায় ঘুরছেন আর টং দোকান থেকে কেনাকাটা করছেন, এটা শুনতে অবাক লাগলেও তিনি তার স্ত্রীকে নিয়ে তেমনটিই করেছেন।
 
যশের আসল নাম নবীন কুমার গৌড়া। তার ‘কেজিএফ’ থেকে ‘কেজিএফ ২’ দুর্দান্ত সাফল্য পেয়েছে। এর পর পর্দায় আর দেখা যায়নি তাকে। তবে সব জল্পনাকে পিছু ফেলে তিনি নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ‘রাবণ’ হচ্ছেন। সিদ্ধান্তে টানাপোড়েনের মধ্যে এই খবরটাই চূড়ান্ত করেছেন যশ।  ‘রাবণ’ চরিত্রের জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন যশ।

জানা গেছে সম্প্রতি স্ত্রী রাধিকার সঙ্গে ইতালি ছুটি কাটিয়ে সদ্য দেশে ফিরেছেন যশ। স্ত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণের ছবিও পোস্ট করেছিলেন দক্ষিণী তারকা। তবে এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল যশকে। কর্ণাটকের একটি স্থানীয় দোকান থেকে চকলেট কিনছেন ‘কেজিএফ’ তারকা। পাশে রয়েছেন স্ত্রী রাধিকাও।

সেখানকার স্থানীয় টং দোকান থেকে চকলেট কেনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তরা ব্যাপক প্রশংসা করেছেন প্রিয় নায়ককে। হেভিওয়েটের নায়ক আবার এই দোকানে? অনেকে বিশ্বাসই করতে পারছেন না। 

 

এস

সম্পর্কিত বিষয়:

×